আল-আমিন হোসেন, স্টাফ রিপোর্টার
৪ জুন মঙ্গলবার সকাল ১১ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২ নং রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী গ্রামে মোছাঃ সিনহা পারভিন (১১) নামের এক স্কুল ছাত্রী তার নানির বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করে। সিনহা পারভিন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার সুজন মাহমুদের মেয়ে। স্থানীয় সুত্রে জানা যায়, সিনহা পারভিনের জন্মের কয়েক মাস পরেই তার বাবা মায়ের ডিভোর্স হওয়ার পর থেকেই মায়ের কাছে পালিত ছিল, পরে তার মা মারুফা খাতুনের বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী গ্রামের দেলোয়ার হোসেনের সাথে দিতীয় বিবাহ হয়। তার পরও মায়ের কাছেই অতি আদরে বড় হয় সিনহা পারভিন। মৃত সিনহার মা মারুফা খাতুন জানান, স্কুলে খেলাধুলা হচ্ছে অতিরিক্ত গরমের কারনে খেলতে নিষেধ করায় অভিমান করে ঘরের দরজা লাগিয়ে সিলিং এর সাথে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁসি নেয় সিনহা, এটা দেখার পরে আমি চিৎকার দিলে প্রতিবেশির সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ঝুলানো অবস্থায় দেখতে পাই। পরে নিচে নামিয়ে হাসপাতালে নিতে চাইলে তখনই দেখা যায় সে মারা গেছে। একথা বলতেই কান্নায় ভেঙে পড়েন মৃত সিনহার মা মারুফা খাতুন। এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল তদন্ত করেছি, গ্রামবাসি ও আত্মীয় স্বজনেরা জানান স্কুলে খেলতে মানা করায় অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে। তাই তারা ময়নাতদন্ত না করেই লাশ মাটি দেওয়ার জন্য আরজি করছে, তবে মেয়ের বাবা ময়মনসিংহ থেকে আসার পর তার সিদ্ধান্ত উপর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রাথমিক অবস্থায় জানান তিনি।