জনপ্রিয়

বেলকুচিতে বিএনপি পক্ষ থেকে শীতের কম্বল বিতরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা ও পৌর বিএনপির উদ্দ্যোগে তারেক রহমানের পক্ষে দুইশত দুস্থ ও অসহায় গরীব মানুষের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১জানুয়ারি) দুপুরে বেলকুচি মডেল কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি উদ্দ্যোগে তারেক রহমানের পক্ষে দুস্থ ও অসহায় গরীব মানুষে মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে বেলকুচি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বি এন পির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল। এ সময় প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শীত এলেই যেন অসহায়-গরীব ও প্রতিবন্ধী মানুষের কষ্ট দ্বিগুন বেড়ে যায়। শীত থেকে বাঁচতে বিত্তবানরা নানা উপায়ে শীত নিবারন চেষ্টা করেন। কিন্তু এই সব অসহায় শীতার্ত মানুষরা পড়েন চরম বিপদে। তাই দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ, অসহায়, গরীব, শীতার্ত দুইশত মানুষে মাঝে কম্বল বিতরণ করেছে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি এবং সব সময় বেলকুচির মানুষের যে কোন বিপদে বিএনপি পাশে থাকবে বলে তিনি জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, বেলকুচি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন বিএনপি, ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবকদলের নেতা কর্মীগণ।

  • বেলকুচিতে বিএনপি পক্ষ থেকে শীতের কম্বল বিতরণ