রাসেল তালুকদার, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াত ইসলামী,কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওঃ আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন; যুগে যুগে ইসলামী আন্দোলনের পথে নবী এবং রাসূলেরা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদেরকেই দিতে হবে। সুতরাং একটি সফল ইসলামী বিপ্লবের জন্য সুখী সমৃদ্ধ একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য দায়িত্বশীলদেরকেই আন্দোলন ও সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজ শুক্রবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা’র উদ্যোগে আয়োজিত উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের মজলিশে শু’রা ও কর্মপরিষদ সদস্য এবং শাখা আমীর,নায়েবে আমীর ও সেক্রেটারিদের নিয়ে-অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি’র বত্তৃতায় তিনি এ কথা বলেন। বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও শহীদ মাওঃ আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম। সমাবেশে অন্যান্য’র মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা সাবেক আমীর অধ্যাপক নুর-উন-নবী সরকার, উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,জামায়াত নেতা অধ্যাপক মাজহারুল ইসলাম ও মাওঃ গোলাম হোসেন প্রমুখ। দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি আ.ন.ম শামসুল ইসলাম দেশের স্বাধীনতা,স্বার্বভৌমত্ব রক্ষা, ভোট ও ভাতের অধিকার আদায় এবং গণতন্ত্র পূণরুদ্ধারসহ জাতির প্রত্যাশা পূরনে জামায়াতের দায়িত্বশীলদেরকেই কাংখিত ভূমিকা রাখতে হবে বলে তাঁর বক্তৃতায় উল্লেখ করে একমাত্র দ্বীনকে নিজেদের জীবনের উদ্দেশ্য বানিয়ে নেয়ার আহ্বান জানান। সমাবেশে প্রধান অতিথি সাবেক এমপি,প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তুলতে উপস্থিত সকল দায়িত্বশীলদেরকে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে কুরআন-হাদিস বেশী বেশী অধ্যয়ন এবং আধুনিক জাহেলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় যোগ্য নেতৃত্বের বিকাশ সাধনে নিজেদেরকে নৈতিক মানে গড়ে তোলারও উদাত্ত আহ্বান জানান। #