এরশাদুল ইসলাম হৃদয়
বরগুনার বেতাগীতে ১৭ বছর পর কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ূন কবির মল্লিক’র সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ্ব নুরল ইসলাম মণি। উপিস্থত ছিলেন জেলা বিএনপির নেতা ফজলুল হক, জেলা বিএনপির নেতা রেজবুল কবির, জেলা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম মাহফুজ ও জেলা ছাত্রদল সভাপতি মো. ফয়জুল মালেক সজিবসহ আরও অনেকে। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহাজাহান কবির। উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান ও পৌর বিএনপির সদস্য সচিব মো.. মিজানুর রহমান খান’র যৌথ সঞ্চালনায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল ইসলাম মণি বলেন, ‘নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে সুতরাং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য দ্রততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহবান জানাচ্ছি। নির্বাচন ব্যবস্থার জরুরি বিষয় গুলো সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন।
এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন সময় বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষের উপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। আনেক হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত সাধারণ মানুষকে নিয়ে আমাদের লড়াই চলবে।
বেতাগী পৌর ও উপজেলাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের যে কোন প্রয়োজনে পাশে আছি। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানাই।
পরে জনসভায় উপস্থিত লোকজনকে সাথে নিয়ে তিনি বিশেষ মোনাজাত পরিচালনা করেন।