আকাশ দাশ সৈকত
শঙ্কা থাকলেও অবশেষে সেই শঙ্কা উড়িয়ে জাসপ্রিত বুমরাহকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন ভারত। আগামী মাস থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তীতে আসর। যার জন্য টুর্নামেন্টের সাত দল নিজেদের প্রাথমিক দল ঘোষণা করলেও জাসপ্রিত বুমরাহ চোটের কারণে দল ঘোষণায় দেরি করেছিলো ভারত। তবে আজ বুমরাহকে নিয়ে নিজেদের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শুধু তাই নয় ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘোষিত দলে দীর্ঘদিন পর ফিরেছেন পেসার মোহাম্মদ শামি। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর চোটের কারণে আর মাঠে নামা হয়নি এই তারকা পেসারের। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত হওয়া সিরিজে সেঞ্চুরি হাঁকানো নিতিশ রেড্ডিকি নিয়ে আলোচনা থাকলেও দলে রাখা হয়নি এই তরুণ ক্রিকেটারকে। তাছাড়া এইদিকে এখনো ওয়ানডে অভিষেক না হলেও দলে আছেন ওপেনার ইয়াসভি জয়শাল। চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসরের মূল টুর্নামেন্ট পাকিস্তানে হলেও ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে। ২০ ফেব্রুয়ারি রোহিত-কোহলিদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। যদিও এর আগে একই দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। তবে সেই সিরিজে বুমরাহকে পাওয়া নিয়ে সংশয় আছে তাইতো বাড়তি পেসার হিসেবে দলে ডাক পেলেন হার্ষিত রানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রিষাভ পান্ত, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও আর্শদ্বীপ সিং।