জনপ্রিয়

বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি

রাঙামাটির জেলার কাপ্তাই উপজেলায় বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বুধবার (৬ মার্চ) বেলা ১২ টায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন। এসময় তিনি বলেন, সংস্কৃতি ও ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মননশীলতাকে পরিবর্তন করে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে শিক্ষক রওশন শরীফ তানির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আকতার এবং সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নাজমা বেগম। এর আগে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ