আকাশ দাশ সৈকত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বাংলাদেশ দল। আজ দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্রে এমনটাই জানানো হয়।
উপমহাদেশে আইসিসির কোন বড় টুর্নামেন্টের আগেই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যেকোন দলের বিপক্ষে সিরিজ খেলতে উপমহাদেশে আসে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আর কিছুদিন আগেই চ্যাম্পিয়ন ট্ৰফির প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কায় সফর করেছিলো স্মিথ-ম্যাক্সওয়েলরা। এবার
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। সেই বিশ্বকাপের আগেও নিজেদের প্রস্তুতিতে ছাড় দিচ্ছে না অস্ট্রেলিয়া। আইসিসির ভবিষ্যত সূচি অনুযায়ী, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পাকিস্তানে যাবেন প্যাট কামিন্সরা।
তবে সিরিজটি দ্বিপক্ষীয় হওয়ার কথা থাকলেও আপতত দুই দলই এই সিরিজে তৃতীয় দল অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। যেখানে সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলাদেশ। তাছাড়া বর্তমান সময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে বাংলাদেশকে পছন্দের তালিকায় শীর্ষে রাখছে পাকিস্তান ।
আজ দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানায়, পিসিবির থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রস্তাব পায়নি বিসিবি। তবে এ নিয়ে পিসিবি নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে বর্তমানে বাংলাদেশে রয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ২৪ ও ২৫ জুলাই সভার ফাঁকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি।