জনপ্রিয়

বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে এনসিপির সিলেট জেলার শুভেচ্ছা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 11 hours ago

সিলেট জেলার প্রতিনিধি

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বীসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদএক অভিনন্দন বার্তায় ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সিলেটে সুষ্ঠু ধারার সাংবাদিকতা বিকাশে আগামী দিনেবাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট আরো অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি। সৃজনশীলতা, পেশাদারিত্ব ও নৈতিকতা রক্ষায় বিপিজেএ বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে এ সংগঠন আরও এগিয়ে যাবে এবং সিলেট অঞ্চলের ফটোসাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাদের মেধা, সততা ও নেতৃত্বগুণ সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।তিনি আরও বলেন, নতুন কমিটি সদস্যদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সমসাময়িক প্রশিক্ষণ, নেটওয়ার্ক গঠন ও নীতিগত সহায়তা নিশ্চিত করবে, যা ফটোসাংবাদিকতার মানোন্নয়ন ও গণমাধ্যমের গতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।