আকাশ দাশ সৈকত
বিপিএল শুরুর আগেই দুঃসংবাদ পেলো রংপুর রাইডার্স। জাতীয় দলের ব্যস্ত সূচী থাকার কারণে আসন্ন বিপিএলে মাঠে নামা হচ্ছে না আফগান লেগ স্পিনার মোহাম্মদ গাজানফারের। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।
আর দুইদিন পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর। তবে দীর্ঘদিন পর আফগানিস্তান টেস্ট দলে ফিরেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগেই নাম তুলে নিলেন রশিদ খান । তাইতো তার জায়গায় দলে জায়গা পেয়েছে তরুণ মোহাম্মদ গাজানফার। যার কারণে জানুয়ারির মাঝামাঝিতে মাঠে গড়াবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। এই লিগে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার আগ পর্যন্ত বিপিএলে খেলার কথা থাকলেও আপতত জাতীয় দলের জন্য বিপিএলে খেলা হচ্ছে না এই স্পিনারের।
ডিসেম্বরের ৩০ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের এবারের আসর। এইদিকে গাজানফার না থাকলেও রংপুরের হয়ে এবারের বিপিএলে দেখা যাবে আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটলকে।