সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি:
বুধবার (৩এপিল) রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলায় পাঁচটি ইউনিয়নে মোট ৫৫৬২ জনকে ভিজিএফ খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হল।কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রহুল আমিন জানান প্রত্যেক পরিবারকে দশ কেজি করে চাল দেওয়া হয়েছে। কাপড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে এক হাজার চার শত বাষট্রি জন ও২নং রাইখালী ইউনিয়নে এক হাজার চারশত জন এবং ৩নং চিৎমরম ইউনিয়নে ছয়শত পনচাশ জন ও৪নং কাপ্তাই ইউনিয়নে এক হাজার পাঁচশত জন এবং ৫নং ওয়াগগা ইউনিয়নের পাঁচ শত পনচাশ জন দরিদ্র পরিবারকে ডিজিএফ চাল দেওয়া হয়। প্রতিটা চেয়ারম্যান তার নিজের ইউনিয়নে ইউপি সদস্যদের সাথে ও ট্যাগ অফিসার এর উপস্থিতিতে ভিজিএফ চাল বিতরন করা হয়।