জনপ্রিয়

বিজয় দিবসে উপলক্ষে ডাঃ মানিক ফাউন্ডেশন কর্তৃক সম্মাননা প্রদান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 days ago

আকাশ দাশ সৈকত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহানগর ডাঃ মানিক ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং সম্মাননা সম্মননা স্বারক প্রদান করা হয়েছে ।

গতকাল ১৬ই ডিসেম্বর (সোমবার) মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং বিশিষ্ট গুনিজনদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ ইব্রাহিম এবং মোঃ দেলোউয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দেলোয়ার হোসেন এম এ বিএড। এছাড়া উপস্থিত বক্তব্য প্রদান করেন মহানগর ডাঃ মানিক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সভাপতি এবং বিদ্যালয়ের দাতা সদস্য ডাঃ মানিক লাল দাশগুপ্ত। বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মাহমুদুল হক, এডভোকেট মাহাজুরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক শেখর চন্দ্র তালুকদার, মোঃ রবিউল হক, প্রাক্তন ছাত্র প্রফেসর রেজাউল করিম, শিক্ষিকা হামিদা আক্তার, শিক্ষক অজিত কুমার নাথ প্রমুখ। বক্তারা সকলে নিজেদের বক্তব্যের মাধ্যমে উপস্থিত ছাত্র ছাত্রীদের মাঝে বিজয়ের চেতনা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে মহানগর ডাঃ মানিক ফাউন্ডেশন কতৃক মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের জিপিএ প্রাপ্ত তিন জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয় । তাছাড়া শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় ১৬ জন শিক্ষক-শিক্ষিকাসহ মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, মহানগর মীর নুরুল ইসলাম আদর্শ মাদ্রাসা, মহানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহানগর কেজি স্কুল, দঃ বগাচতর গুল বাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মহানগর গীতা স্কুলসহ মোট ১২০জন ছাত্র ছাত্রীর মাঝে পুরস্কার এবং সন্মাননা স্মারক প্রদান করেন মহানগর ডাঃ মানিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মানিক লাল দাশ গুপ্ত ।

  • বিজয় দিবসে উপলক্ষে ডাঃ মানিক ফাউন্ডেশন কর্তৃক সম্মাননা প্রদান