নিজস্ব প্রতিনিধি.
সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা এবং ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব (বিইউপিসি) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গত ০১ আগস্ট ২০২৫ তারিখে সংগঠনটির কার্যকরী কমিটি গঠিত হয়। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের লক্ষ্য ও অঙ্গীকার নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন মাহদী বলেন,“সাংবাদিক হলো সমাজ ও দেশের চোখ। একজন সাংবাদিকই পারে সত্যটা সকলের সামনে তুলে ধরতে। এটা একটা মহান পেশাও বটে। কিন্তু এ পেশার যথাযথ কদর বর্তমান সমাজে নেই। আমরা দেখেছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা সাংবাদিকতা করছেন, তারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে নানাভাবে হেনস্তা ও নির্যাতনের শিকার হন।
তাই আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল—নির্যাতিত সাংবাদিকদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো। সেই লক্ষ্যেই আমরা গঠন করেছি বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব। আমি বিশ্বাস করি, এই সংগঠন একদিন নির্যাতিত সাংবাদিকদের পক্ষে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ আবু রায়হান চৌধুরী বলেন, “বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের এবং সম্মানের। আমি বিশ্বাস করি, সাংবাদিকদের অধিকার রক্ষা, নির্যাতনের প্রতিবাদ এবং পেশাগত মান উন্নয়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঐক্যবদ্ধভাবে আমরা অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হবো এবং সৎ, সাহসী ও দায়বদ্ধ সাংবাদিকতার পথে অগ্রসর হবো। সকল সাংবাদিক বন্ধুর সহযোগিতা ও পরামর্শে সংগঠনকে এগিয়ে নিতে চাই।”
বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব (বিইউপিসি) এর নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন:
সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, এই নবীন নেতৃত্ব দেশজুড়ে সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।