জনপ্রিয়

বানর খেলায় মাতিয়ে রাখেন লোকজনকে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ

হাজার বছর আগে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যারিয়ার হিসেবে বেচে নিতো বানর খেলা, সাপ খেলা প্রভৃতি।কিন্তু বর্তমান সময়ে এসব খেলা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ‘সূজন ‘সেই খেলা ধরে রেখে রেখেছে।লোকের বাড়ি বাড়ি গিয়ে মাতিয়ে রাখে সকল মানুষদের।এ-ই বানর খেলা দেখিয়ে আয় রোজগারের পথে আছে সূজন। তিনি আমাদের জার্নাল ওয়েব বিডিকে বলেন, ‘এ-ই খেলা আমার বাপ দাতার আমলের সময়।এছাড়া এ-ই খেলার মাধ্যমে একটা প্রশান্তি পাওয়া যায় নিজের মনে’।আর তাই এই বানর খেলাকে ক্যারিয়ার হিসেবে বেচে নেওয়া। এতে যেমন রোজগার তেমনি নিজের মনে এক ধরনের আনন্দ। এ-ই বানর খেলার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো গণনা। বানরের মাধ্যমে সূজন মিয়া শুধু খেলা দেখান না।খেলা দেখানোর পাশাপাশি তিনি গণনাও করে থাকেন।

  • বানর খেলায় মাতিয়ে রাখেন লোকজনকে