জনপ্রিয়

বাংলাদেশীর সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

কাতার প্রতিনিধি

কাতারে প্রবাসী বাংলাদেশীদের সম্মানে কাতার আওক্বাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের রমজান মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।এতে অংশ নেন প্রায় আট শতাধিক প্রবাসী বাংলাদেশী।শুক্রবার (৭ মার্চ ২০২৫) কাতারের আল ওয়াকরায় সাময়িক সময়ের জন্য নির্মিত তাবুতে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আওক্বাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিন যায়িদ সেন্টারের মুসলিম কমিউনিটি বিভাগের তত্ত্বাবধায়ক ডক্টর মুহাম্মদ আত্ তাহহান।

প্রধান অতিথি ছিলেন কাতারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ নজরুল ইসলাম। অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্ব পালন করেন আওক্বাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ইমাম,খতিব ও ওয়ায়েজ হাফেজ মাওলানা ইউসুফ নূর। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন নিয়াজ মোর্শেদ খান ও কারী ইবরাহীম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অধ্যাপক আমিনুল হক, প্রকৌশলী জাহিদুল ইসলাম, রাকিবুল হক, প্রকৌশলী মনিরুল হক ও সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা।

রমজান ও আল কুরআন বিষয়ে আলোচনা করেন: মাওলানা জসিম উদ্দিন মাশরুফ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ আল রাফি। ট্রাফিক আইন বিষয়ে আলোচনা করেন কাতার ট্রাফিক বিভাগের কর্মকর্তা মাওলানা আবদুল আলীম আজহারী।

পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কমিউনিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম তালুকদার বাবু, অধ্যাপক আবু শামা, প্রকৌশলী আবু রায়হান, সোলাইমান খান, মাহবুবুর রহমান চৌধুরী বাবু, মোঃ আবুল কাশেম, আহমদ নবী নোমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, সাফওয়ান নূর,ইয়াকুব খান, আহসান উল্লাহ হাসান, মাওলানা বাহাউদ্দিন সহ আরও অনেকে।

হাফেজ মাওলানা আব্দুল্লাহ মুসয়াবের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে মাহফিল সূচনা হয় ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষক শোয়াইব আহমদের দোয়ার মধ্যদিয়ে মাহফিল সমাপ্ত হয়।

  • বাংলাদেশীর সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল