আলমডাঙ্গা উপজেলার বলরামপুর গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বলরামপুর মিতালী সংঘ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি গ্রামের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে এই কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আশাদুলহক মিকা ও ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব খাদেমুল ইসলাম সহ বলরামপুর ঈদগা কমিটির সভাপতি জনাব আনিছুর রহমান, ইউপি সদস্য জনাব মিনারুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সম্মানিত প্রতিনিধি জনাব শহিদুল ইসলাম ও প্রবীণ ব্যক্তিত্ব ও সবেক মেম্বার জনাব আলী হোসেন সহ গ্রামের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে বলরামপুর ক্লাব মাঠে নতুন এ কমিটির ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাজ্জাত হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ সুজাউদ্দিন সুজন ও মোঃ বদরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল হক সাকিব, কোষাধ্যক্ষ মোঃ আজমল হেসেন,ধর্মীয় সম্পাদক মোঃ তরিকুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মোঃ চাঁদ আলী এবং নাট্য সম্পাদক মোঃ মাসুদ উজ্জামান নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসাবে রয়েছেন ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ খাদেমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ আলী হোসেন, মোঃ সামছুল হুদা, প্রখ্যাত চিকিৎসক ডাঃ আজিজুল হক (মার্সেল) এবং মোঃ অসেদ আলী।
নবগঠিত কমিটির সদস্যরা বলেন, বলরামপুর মিতালী সংঘের এই নবীন কমিটি আগামী দিনে সমাজ উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে আরও উদ্দীপনা নিয়ে কাজ করবে এবং এলাকার মানুষের সার্বিক কল্যাণে নিজেদের উৎসর্গ করবে।
নবগঠিত কমিটির বিষয়ে এলাকার যুব সমাজের প্রতিনিধিরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বলরামপুর মিতালী সংঘের নতুন কমিটি নিঃসন্দেহে আমাদের যুব সমাজের জন্য একটি নতুন সুযোগ নিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, এই উদ্যমী নেতৃত্ব আমাদের এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে আমরা নবগঠিত কমিটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত।”নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।