জনপ্রিয়

বরিশালে নানা আয়োজনে মহান স্বাধিনতা দিবস পালিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

মুহাম্মদ এরশাদুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৪ তম বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা পুলিশ লাইন্সে ২১বার তোপধ্বনী ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচীর শুরু হয়। জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা নামফলক স্মৃতিস্তম্ভে ও ত্রিশ গোডাউন বদ্ধভূমি স্মৃতি ৭১ সকালে সূর্যোদযের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের পক্ষে পূস্পার্ঘ অর্পন করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী সহ জেলা প্রশাসক সহ প্রশাসনিক কর্মকর্তা, ডিআইজি মোঃ জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিবমে বিপিএম, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ও জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদমুক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল ৮টায় বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অভিবাদন গ্রহন করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। এরপর পরই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিবাত সহ বিসিসি বিভিন্ন কর্মকর্তা ও নগরীর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর গণ। অন্যদিকে সকালে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যœ এ্যাড, একেএম জাহাঙ্গির হোসাইন ও সাধারন সম্পাদক সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা নগরীর কীর্তণখোলা তীরবর্তী ওয়াপদা কলোনীর টর্চার সেলে স্থাপিত ৭১ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসন,পুলিশ প্রশাসনের উর্ধ্বতোন রাষ্ট্রিয় কর্মকর্তারা মুক্তিযুদ্ধ স্মৃর্তি নামফলক স্তম্ভ ও বধ্যভূমিতেও পূস্পার্ঘ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া সকাল ১১টার দিকে মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ ও সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে বিএনপি, মহানগর শ্রমিকদল, মহিলাদল,যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এর পূর্বে তারা দলীয় কার্যলয়ে সভা করে বিশাল র‌্যালির শো-ডাউন করে স্মৃর্তিস্তম্বে আসেন। এর আগে বরিশাল জেলা বিএনপি দক্ষিণ আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিনের নেতৃত্বে জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের সমন্বয়ে বেলা ১১টায় পৃথক শোভাযাত্রা বের করে শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে পূস্পস্তবক অর্পন করে। অন্যদিকে বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ শহীদ বেদিতে পূস্পার্ঘ অর্পণ করে। এছাড়া সকাল থেকে জেলা প্রশাসক দপ্তর সংলগ্ম মুক্তিযোদ্ধা নামফলক স্মৃর্তি স্তম্ভে বিভিন্ন রাজনৈতিক দল বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি,বরিশাল সাংবাদিক ইউনিয়ন,বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর,বরিশাল স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি), গণপূর্ত অধিদপ্তর, বরিশাল সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকৌশলী ও দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা শ্রদ্ধানিবেদন করে। এছাড়াও সকাল থেকে নগরীর বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করে। অন্যদিকে সকাল ৮টায় বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অভিবাদন গ্রহন করেন বিভাগীয় মোঃ শওকত আলী, ডিআইজি মোঃ জামিল হাসান,জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। এর পর্বে অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্ধোধন করে।

  • বরিশালে নানা আয়োজনে মহান স্বাধিনতা দিবস পালিত