মুহাম্মদ এরশাদুল ইসলাম (বরগুনা প্রতিনিধি)
বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ বেতাগী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আরিফা ইসলাম (১১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আরিফা বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেনের মেয়ে। তবে কার সাথে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে তার রহস্যে এখন পর্যন্ত জানা যায়নি। বেতাগী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আরিফা ইসলাম নিজ বাড়ির একটি কক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার কিছুক্ষন পর তার বাবা ও মায়ের নজরে আসে। এরপর আরিফাকে তার বাবা মা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আরিফার বাবা বেলাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মা বাবা কারো সাথে তো ওর কথার কাটাকাটি হয়নি। কারো সাথে রাগ করেছে, কিছুই বুঝতে পারলাম না।’