মুহাম্মদ এরশাদুল ইসলাম
প্রতি বছর শরৎ এর এই সময়ে অনেকের কাছে বিনোদন স্পটে রুপ নেয় বরগুনার বিসিক শিল্প নগরী। থরে থরে ফুটে থাকে কাশফুল। সেই এতে শুভ্র ফুলের দোলা লেগে সমুদ্রের মতো দেখায় পুরো এলাকা। আকাশে নানা রকমের মেঘের মেলা আর মাটিতে ফুলের মনোরম দৃশ্য মুগ্ধ করে দর্শনার্থীদের। শরৎ এর অপরূপ আকাশ আর মাটিতে সাদা রঙের কাশফুল এমন মনোরম দৃশ্যের আকর্ষণে ভির করছেন দর্শনার্থীরা। বরগুনার বিসিক শিল্প নগরী ১০ একর জমিতে ফুটেছে কাশফুল। এমন দৃশ্য দেখতে প্রতিদিন ছুটে আসে অনেকেই ,কেউ ছবি তুলে,কেউ গল্প করেন, আবার কেউ স্থির নয়নে উপভোগ করেন কাশফুলের সৌন্দর্য্য। দর্শনার্থীরা জানান , শহরের কাছে এমন সুন্দর মনকে গড়ে তুলে আন্দোলিত ও প্রফুল্ল। শেষ বিকেলে দর্শনার্থীদের রীতিমতো ভীর জমে যায়। তাই রাজধানীর সাথে মিল খুজতে অনেকেই জায়গায়টির নাম দিয়েছে বরগুনার দিয়া বাড়ি। আর এই সুযোগে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেক ফটোগ্রাফারের ভ্রমণ কারীদের নিরাপত্তায় তৎপর পুলিশ। সমুদ্র ইলিশ মাছের সুনামের পর দক্ষিণ অঞ্চলের এই জেলা বরগুনা সবার জন্য এই জায়গা নতুন এক বাতাস বয়ে এসেছে শরৎকালে।