জনপ্রিয়

ববির টিএসসি হবে ঢাবির টিএসসির মতো: উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

ববি প্রতিনিধি: নাজমুল ঢালীঃ উপাচার্য বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসি হবে ঢাকা ইউনিভার্সিটির টিএসসির মতো।টিএসসি সবার আনন্দের যায়গা তাই যতদুর সম্ভব এই প্রতিষ্ঠানকে উন্নয়নের কাঠামোতে সাজাবো।বুধবার বেলা ১১টায় ববির টিএসসি ভবনের দ্বিতীয় তলায় গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি কতৃক আয়োজিত সৌহার্দ্য উৎসব-২০২৪ অনুষ্ঠানে মাননীয় উপাচার্য এ কথা বলেন। বরিশালের মাননীয় উপাচার্য মহোদয় বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর যিনি গোপালগঞ্জ জেলার মেয়ে।গোপালগঞ্জ জেলা আমাদের গৌরবে কারণ এটি বঙ্গবন্ধুর এলাকা। এসময় তিনি উপস্থিত সকলকে আশ্বাস দেন বরিশাল বিশ্ববিদ্যালয় অনেক উন্নয়ন মুলক কাজ করবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি শ্রাবণী হালদার,প্রভাষক,সমাজকর্ম বিভাগ,বরিশাল বিশ্ববিদ্যালয়, তিনি বলেন,উন্নয়ন করতে আমরা শেখ হাসিনার হাতকে শক্ত করবো।দেশের দশের সেবায় নিজেদের নিয়োজিত রাখবো। গোপালগঞ্জ থেকে আগত সকল শিক্ষার্থীদের যেকোন বিপদে আমি এগিয়ে আসবো। অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নয়ন সরকার, ম্যানেজমেন্ট স্টাডিস২০১৮-১৯ শিক্ষাবর্ষ। তিনি বলেন আমরা সর্বদা শিক্ষার্থীদের সাথে থাকবো,এরকম অনুষ্ঠান আগামীতে আরো যাকজমক ভাবে আয়োজন করবো। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি রাজু মোল্লা,মার্কেটিং বিভাগ২০১৮-১৯ শিক্ষাবর্ষ ববি,তিনি বলেন-আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আগামীতে আমরা দেশের নেতৃত্ব দিবো।আমার জেলা হতে আগত সকল শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় থাকবো।আগামীতে আমরা আরো সুন্দরতম ভাবে প্রোগ্রাম সম্পুর্ন করবো,গোপালগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের সকল দায়,দাবি আমরা পুরন করার সর্বাত্মক চেস্টা করবো। অনুষ্ঠানটি উপস্তাপনা করে নাজমুল ঢালী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,ববি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারি সহ গোপালগঞ্জ থেকে আগত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের,৮,৯,১০,১১ ও ১২তম ব্যাচের শিক্ষার্থীগণ।

  • ববির টিএসসি হবে ঢাবির টিএসসির মতো: উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়