শিমুল হোসাইনঃ সময়ের সাথে সাথে বদলে গেছে অনেক কিছু। তথ্যপ্রযুক্তির এ যুগে সবই এসেছে হাতের নাগালে এবং প্রাপ্তিও সহজলভ্য। এখন আর কোনো কিছু স্বশরীরে গিয়েও দেখতে হয় না। ভার্চুয়ালভাবেও দেখা যায়। মানব সভ্যতা যেভাবে এগিয়ে গেছে ঠিক তদ্রুপ তথ্যপ্রযুক্তিও তেমনি এগিয়ে যাচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে,উন্মোচন হচ্ছে। এসবকিছুই তথ্যপ্রযুক্তির কল্যানে। তথ্যপ্রযুক্তির এগিয়ে যাওয়ার বদৌলতে এখন বই প্রকাশ পদ্ধতির ধরনও পাল্টেছে। একসময় বই প্রকাশ করতে হলে, প্রকাশনা প্রতিষ্ঠানে কুরিয়ারের মাধ্যমে পান্ডুলিপি পাঠাতে হতো সম্ভব হলে নিজে গিয়েও পান্ডুলিপি জমা দেওয়া যেত। তারপর প্রুফ রিডিং করে প্রকাশক বই প্রকাশ করতে সম্মতি দিত। কিন্তু, এখন এ পদ্ধতি সম্পূর্নরুপে বদলেছে। এখন আর কুরিয়ারের মাধ্যমে প্রকাশনীতে পান্ডুলিপি পাঠাতে হয়না। নিজে গিয়েও পান্ডুলিপি জমা দিতে হয়না। এখন ঘরে বসেই বইয়ের পান্ডুলিপি টাইপিং করে ই-মেইলের মাধ্যমে পাঠানো যায়। এতে কুরিয়ার খরচও লাগেনা,নিজে গিয়ে পান্ডুলিপি দেওয়ার মত সময়ও লাগেনা। শুধু এক ক্লিকেই ই-মেইলের মাধ্যমে দেওয়া যায়। তাও আবার ঝামেলাবিহীন।