খুলনা জেলা প্রতিনিধি: কাজী রায়হান তানভীর এর তথ্যচিত্রে বিস্তারিতঃ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা সুন্দর মহল বানিয়াখালীর পাকা অপ দা রাস্তা হইতে ৩০/৩/২৪ শনিবার শাওন গোলদার, বয়স ১৯ পিতা শশাঙ্ক গোলদার,গোপন সংবাদ পেয়ে ৫০ গ্রাম মাদক দ্রব্য, (গাঁজা) সহ এস আই এনামুল আইসি বারো আঁড়িয়া পুলিশ ক্যাম্প,এ এস আই গনপতি সরকার, এ এস আই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ সুকৌশলে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ এ এস আই শরিফুল ইসলাম বাদি হয়ে বটিয়াঘাটা থানায় মামলা করেন, বটিয়াঘাটা থানা মাদক মামলা নং ২০- ৩০/৩/২৪। আসামিকে বটিয়াঘাটা থানায় সোর্দপ করে ৩১ /৩/ ২৪ দূপুর ২ টায় আসামি শাওন গোলদার কে, জেল হাজতে পাঠানো হয়। বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বটিয়াঘাটা মাদক মুক্ত করতে চাই ।