নিজস্ব প্রতিবেদক
৫ আগষ্ট সরকার পতনের পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে থাকলেও কিছু কিছু নেতা-কর্মীরা এলাকায় অন্যান্য রাজনৈতিক নেতার যোগাযোগ সাজসে চলছে এলাকায় তাদের রামরাজত্ব। পানের থেকে চুন খসার মত কিছু হলে এলাকাতে চলে তাদের মহড়া সহ দেশীয় অস্ত্র সহ হামলা।
সম্প্রতি একটি ঘটনার ভিডিও ক্লিপ সংবাদমাধ্যমের হাতে আসলে তার ভয়ানক রুপ বেরিয়ে আসে সংবাদমাধ্যমের কাছে। এই আওয়ামী যুব লীগের নেতা তৎকালীন সময় সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে এলাকায় কাঁপিয়ে বেড়াতো দিন-রাত।
এলাকাবাসী নেতার ভয়ে মুখ খুলতে ভয় পেতো। কারণ মুখ খুললে তার উপরের চলতো নেতার মাফিয়া বাহিনীর অমানবিক জুলুম নির্যাতন। সরজমিনে ঘটনার অনুসন্ধানে গেলে একটি ভিডিও ক্লিপ হাতে আসে সংবাদমাধ্যমের কাছে। সেই ফুটেজে দেখা যায় যে যুবলীগ নেতা রুবেল, তার বাবা সহ তার বাহিনী দেশীয় অস্ত্র সহ তার ছোট চাচার বাড়ি প্রাণনাশের চেষ্টা করে ও হামলা চালায়।
এই যুবলীগ নেতার উপরে আনুমানিক ৪ বছর আগে হামলা হয়। সেই হামলায় রুবেল অনেকটা আহত হয়। এখন সুস্থ হয়ে সে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধীর অভিনয় করে আসছে। এখন স্থানীয়রা অভিযোগ করে বলেন যে, ও যদি প্রতিবন্ধী হয় তা হলে কীভাবে রুবেল সহ তার মাফিয়া বাহিনী যারতার উপরে হামলা চালায়।
আমরা এই জুলুম বাজকে আইনের আওতায় আনার জন্য কুষ্টিয়া জেলার সুযোগ্য ডিসি মহাদয় ও এসপি মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।