জনপ্রিয়

বগুড়া গাবতলীতে ট্রেনে কাটা পড়ে ছামিতুন নামে বৃদ্ধা মহিলার মৃত্যু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

আব্দুল আহাদ, বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া গাবতলী উপজেলার সোন্দাবাড়ী মাদ্রাসা রাস্তা ক্রসিং এর সামান্য পূর্ব দিকে আউট সিংগনাল ৩২৯/৯নং এর সামনে বগুড়া থেকে ছেড়ে আসা আনুমানিক বিকাল ৫ টা ৩০ মিনিট এ লোকাল ট্রেনের সহিত ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন ছামিতুন (৭০),স্বামী-মৃত সিরাজুল ইসলাম প্রাং, গ্রাম রামচন্দ্র পুর, থানা সারিয়াকান্দি, বগুড়া। ঘটনাটি ঘটার পর অনেক লোকজন ঘটনাস্থলে ভিড় করে। তবে এটি আত্নহত্যা নাকি পরিকল্পিত খুন এ বিষয়ে এখনো বিস্তারিত যানা যায়নি। এ বিষয়ে গাবতলী থানা পুলিশ কে জানালে তারা লাশটি নিয়ে যায়।

  • বগুড়া গাবতলীতে ট্রেনে কাটা পড়ে ছামিতুন নামে বৃদ্ধা মহিলার মৃত্যু