জনপ্রিয়

বগুড়ার গাবতলী তে স্কুল ছাত্রকে গলা টিপে হত্যা!!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

আব্দুল আহাদ, বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার গাবতলী এম, আর,মাল্টিমিডিয়া স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। রাতে স্থানীয় লোকজন তার লাশ বাড়ীর পাশ্বে পুকুর পাড় থেকে উদ্ধার করে। জানাগেছে, গাবতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাবিজার রহমান মোল্লা ছোট ছেলে সিফাত (১৩) স্থানীয় মসজিদে ইফতার শেষ বাড়ি থেকে বের হয়। এরপর রাত ৯ টায় স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখ চিৎকার দিলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার সিফাত মৃত বলে জানায়। কর্তব্যরত ডাক্তার আরো বলেন, সিফাতকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, গলায় হাতের আঙ্গুলের দাগ ছিল।

সিফাতের মা রুলি বেগম জানান, সিফাত রোজাছিল, মসজিদে ইফতার শেষ বাড়ি এসে আবারো বেড়িয়ে যায়। রাত ৯ টায় তার লাশ পাওয়া যায়, ইমরান হোসেন হারু নামের এক হিজরার বাড়ির নিকট সিফাতের লাশ পড়ে ছিল, সেই তাকে হত্যা করেছে বলে সিফাতের মা রুলি বেগম সন্দেহ করছেন। সিফাত স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে লেখা পড়া করতো। ৩ ভায়ের মধ্যে সে ছোট বোনের বড়। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, পুলিশ সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে, মৃত্যুর রহস্য উদঘাটনে অভিযান চালিয়ে যাচ্ছে।

  • বগুড়ার গাবতলী তে স্কুল ছাত্রকে গলা টিপে হত্যা!!