জনপ্রিয়

বগুড়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারকে আর্থিক সহায়তা করল বিএনপি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 weeks ago

আব্দুল আহাদ (বগুড়া প্রতিনিধি)

বগুড়া সদরের সাবগ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে গত ৭ ই ডিসেম্বর ৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান ও বগুড়া জেলা বিএনপির নির্দেশে, পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারকে ২৫হাজার টাকা সহায়তা করলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল।

৭ ডিসেম্বার শনিবার বিকেল ৫টায় বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের ক্ষিদ্রধামা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার সকালে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল এখবর শোনা মাত্র বিএনপির নেতৃবৃন্দদের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের সাথে দেখা করে খোঁজখবর নেন এবং প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা করেন। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছামছুল আলম মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন, সাধারন সম্পাদক সাইদুর কবির সাজু, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, বিএনপিনেতা আতাউর রহমান, হায়দার আলী, আতাউর রহমান মিঠু, ডাঃ বুলু মিয়া, আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, আব্দুর রহমান, পিন্টু, রাবিন, মিলন, মোজাফ্ফর হোসেন, জিয়াউল হক জিয়া, মাসুদ, মালেক, হযরত আলী, আইয়ুব, মানিক, এজোয়ানসহ অনেকে।

পুড়ে যাওয়া বাড়ির মালিক আবু সিদ্দিক জানান, সন্ধ্যার আগে হঠাৎ চিৎকার শুরু হলে দেখা যায় মুহূর্তের মধ্যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ছে। পাশাপাশি হওয়ায় ৫টি বাড়ি আগুনে পুড়ে যায়। তবে শিশু-নারী-পুরুষ কেউ আহত হয়নি। আগুনে পুড়ে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কয়েক দিন আগে বিদেশ ফেরত একছেলের ৩-৪ লক্ষ নগদ টাকাও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত সোহেল রানা বলেন, আগুনে আমার সব কিছু পুড়ে গেছে। আর কিছুই রইলনা। এছাড়াও আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক ফজলু প্রাং, সাগর ও জনির পরিবারের পরণের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

  • বগুড়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারকে আর্থিক সহায়তা করল বিএনপি