আকাশ দাশ সৈকত
দীর্ঘদিন পর চোট কাটিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে আসন্ন কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব খেলতে দলে ডাক পেয়েছিলেন নেইমার জুনিয়র। তবে ফিরতে চোটের কারণে আবারো মাঠের বাইরে চলে যেতে হলো এই ফরোয়ার্ডকে।
চোট যেন নেইমারের পিছুই ছাড়ছে না! কাতার বিশ্বকাপের পর ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। চোটের কারণেই তো তাকে দল থেকে ছেড়েই দিলো সৌদি ক্লাব আল হিলালও। এরপর নিজের শৈশব ক্লাব সান্তোসে গিয়েও খুব একটা স্বস্তিতে নেই এই ফরোয়ার্ড। গত ২রা মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে খেলতে নেমেছিলেন নেইমার। সান্তোসের হয়ে ওই ম্যাচে পেশিতে চোট পান তিনি। তাতে আবারো ছিটকে গেলেন মাঠ থেকে।
তাইতো জাতীয় দলের হয়ে অন্তত আসন্ন দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না তাকে, এ খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সিবিএফের বিবৃতিতে কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’