জনপ্রিয়

ফেনী জেলা ইউনিটে কাজ করছে রেড ক্রিসেন্ট

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ: গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফেনী জেলা ইউনিটে রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়াও পাশে দাঁড়াছে অসহায়দের পাশে। মাহে রমজানে তাদের কোনো নেই ছুটি। ছুটে চলেছে গরীব অসহায়দের সাহায্যের জন্য। গতকাল রোজ শুক্রবার (৫ই এপ্রিল) থেকে শুরু হয়েছে তাদের একটি কার্যক্রম যার উদ্দেশ্য যাত্রীদের ভোগান্তি কমানো। আজ শনিবার ৬ই এপ্রিল দ্বিতীয় দিনের যানজট নিরসনের কার্যক্রমে অংশ নিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। আজ শনিবার সকাল সাড়ে দশটা থেকে তাদের কার্যক্রম শুরু হয়। শেষ হয় সন্ধ্যার পর।সুষ্ঠু সুন্দরভাবে তাদের এই কার্যক্রমটি চলে। তাদের এই সুন্দর উদ্যোগে সাহায্য করেছেন স্থানীয় প্রশাসনরা। আর রপড ক্রিসেন্টের সদস্যরা ফেনী মিজান রোড থেকে শুরু করে মহিপাল ট্রাঙ্ক রোড পর্যন্ত কাজটি চালিয়ে যান।

  • ফেনী জেলা ইউনিটে কাজ করছে রেড ক্রিসেন্ট