ফুয়াদ হাসান রিফাত, ফুলবাড়িয়া প্রতিনিধি
সদর ইউনিয়নের আন্ধারিয়া পাড়া গ্রামের ২০ জন হত দরিদ্র উপকারভোগীর “মধ্যে গত-২২/০২/২৪ ইং তারিখে ১০ জন এবং-আজ-২৪/০৩/ ২৪ ইং তারিখ ১০ জন কে প্রতি জনকে বিকাশের মাধ্যমে =১৮,০০০। আঠারো হাজার-টাকা করে অর্থ প্রদান বারা হয়েছেক। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-প্রধান অতিথি জনাব অখিল রঞ্জন তরফদার, আন্ধারিয়াপারা গ্রাম উন্নয়ন কমিটির সহঃ সভাপতি ইয়াসমিন আক্তার প্রোগ্রাম অফিসার সোমা চৌধুরী সহ আরো অনেকে। নগত অর্থ সহায়তা পেয়ে উপকার ভোগী সদস্যরা অনেক খুশি।