জনপ্রিয়

ফিলিস্তিন ভূমি দিবস স্মরণে WFDY ভূক্ত সংগঠনের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ, স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনি ভূমি দিবস স্মরণে WFDY ভুক্ত সংগঠনের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্য ও বন্ধু প্রতিম সংগঠনের এর কৃতিক আয়োজন করেন। তারিখ ৩০.০৩ .২৪ ইং রোজ শনিবার সকাল দশটায় গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডাকে বাংলাদেশ ইতিহাসের ছাত্র যুব সহ সকল প্রগতিশীল সংগঠনের উদ্যোগে শাহবাগের ঐতিহাসিক প্রজন্ম চত্বর এ অনুষ্ঠিত হয়। আজকের প্রতিবাদ সমাবেশের সহযোদ্ধা সভাপতি উপস্থিত ছিলেন। এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন যুব সংগঠন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন শাহেদ উদ্দিন তিনি বলেন মানবজাতির ফিনিশিং এর ফিলিস্তিন এই মুক্তির লড়াই সমগ্র মানবজাতির পূর্বসত্য হিসেবে জারি আছে তাই বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর যারা নিজেদের নানা রাষ্ট্রীয় আগ্রাসন ও বৈষম্যের মুখে লড়াই জারি রেখেছেন। আজ তারা ও ফিলিস্তিনিদের সংগ্রামের সাথে একত্ব। আমরা পৃথিবীর কোনায় কোনায় সেই সকল মানুষের জন্য শ্রদ্ধা কথায় আজ উচ্চারণ করছি যারা পৃথিবীর নানা প্রান্তে ইসরাইলের ইউমার্কিন এবং দূতাবাস নেট মুক্ত বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে কিংবা সেই দেশের ভূখণ্ড ব্যবহার করে ইজরাইলের মন্ত্র অস্ত্রের পাঠানো রুখে দিতে সোচ্চার হয়েছেন। আমরা সেই সব মানুষের কথায় আজ সামনে বিক্ষোভ করে পৃথিবীর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাকে এখনো জানান দিয়ে চলেছেন নিজ নিজ সরকারকে চাপে প্রয়োগ করে চলেছেন। গণহত্যাকারী ও তাদের মদদাতাদেরকে রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে চ্যালেঞ্জ করতেন। আমরা আজকের এই সমাবেশে থেকে দাবি তুলছি। ১. অবিলম্বে গাজা ইসরাইল গণহত্যা বন্ধ করতে হবে, পানি ও বিদ্যুৎ গ্যাস ওষুধের মত সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। ২. অবিলম্বে ফিলিস্তিন ভূখণ্ডের ইসরাইলের দখল দারিত্রের অবসান ঘটাতে হবে। ৩. ১৯৬৭ সালের সীমানা রেখা মেলে স্বাধীন ফিনিশিং রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে । ২. বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র মন্ত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুল দাস আলোকে তিনি বলেন-ভূমি পুত্র দের সন্ত্রাসী বলে আখ্যায়িত করে। ২০০ বছর আগে এই দেশে ব্রিটিশ টা শাসন করেছিল। সেই বিটির শাসক গোষ্ঠী ও সাম্রাজ্যবাদী শক্তি আছে তারা সকল ক্ষেত্রেই অধিকার আদায়ের লড়াইকুদের সন্ত্রাসী বলেন আখ্যায়িত করে থাকেন। ১৯৭১ সালে যে সকল জনগণ বাংলাদেশের বীর জনতা এ বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল তারাও ও সন্ত্রাসী ছিল তাই এই সন্ত্রাসীদের উত্তরসূরী হিসেবে আমি গর্ববোধ করি। এবং প্যালেস্টাইনের ও যে মুক্তি গামী জনতা প্যালেস্টাইনের মুক্তি কাম ি শিশুরা ও প্রতিনিয়ত জীবন উৎসর্গ করে ও লড়াইয়ের ময়দানে আছে। এইজন্য আমরা বাংলাদেশের ছাত্র ভর্তি সহ এই দেশের প্রগতিশীল সংগঠন ও আমরা গর্ববোধ করি আমরা এই লড়াইয়ের সাথে আছি‌। প্যালেস্টাইলের এর মুক্তি কামের জনতার লড়াই সেটি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই একটি ধর্মীয় মোড়কে উপস্থাপন করা হয় ।কিন্তু আমরা বলতে চাই প্যালেস্টাইলের জেল লড়াই সে লড়াই করো। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ‌। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন। বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি কমরেড মুক্তার বাড়ৈ। বাংলাদেশ যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য ত্রিদিপ সাহা। চারণ সাংস্কৃতি শিল্পী গোষ্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন। বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি আক্তার। বাংলাদেশ যুব নেত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল্লাহাব মিনার। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ শুভ। বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি তহিদুর রহমান সহ আরো উপস্থিতি ছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতাকর্মীরা।

  • ফিলিস্তিন ভূমি দিবস স্মরণে WFDY ভূক্ত সংগঠনের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়