জনপ্রিয়

ফিলিস্তিনের আহ্বানে বিশ্বব্যাপী হরতাল সমর্থনে ভোলা ভেদুরিয়া ইউনিয়নে বিক্ষোভ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 weeks ago

ভোলা প্রতিনিধি

ফিলিস্তিনের আহ্বানে বিশ্বব্যাপী হরতাল সমর্থনে ভোলায় সদর উপজেলা ১১নং ভেদুরিয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল ভেদুরিয়া ইউনিয়নে ব্যাংকের হাট কোঃঅপারিটিভ হাই স্কুল গেট থেকে সকাল ১১ টা বাজে বিক্ষোভ মিছিল শুরু হয়।

আজ ভেদরিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দদের আয়োজনে ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর রচিত হামলার প্রতিবাদে বিশাল এক বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ব্যাংকের হাট কো-অপারেটিভ হাই স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম স্যার, ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মমিন শশী, এবং ইসলামি ছাত্র আন্দোলনের নেতা মোঃ শাহাবুদ্দিন।আরো ছিলো ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের হাসনাইন আহমেদ বুলবুল, তরিকুল ইসলাম নাহিদ, মোঃ মারুফ, সুমন,ইয়াফি ইসলাম জাহিদ।

এসময় আব্দুল্লাহ আল মমিন শশী বলেন আমরা উগ্রবাদী কোন জাতি নই,,আমরা ইসলাম ধর্মের লোক, আর ইসলাম মানি শান্তি,, এতএব আমরা খেয়াল রাখবো যে আন্দোলন রত সময়ে যেন কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়,,বাটা,ও কেএফসির মতো কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা না হয়। এগুলো করে আন্দোলন করা যায় না এগুলো করে মানুষের রিজিকে হাত দেওয়া সভ্য সমাজের কাজ নয় আমরা এইসব করবো না এবং কেউ করতে গেলে রুখে দিতে হবে।

  • ফিলিস্তিনের আহ্বানে বিশ্বব্যাপী হরতাল সমর্থনে ভোলা ভেদুরিয়া ইউনিয়নে বিক্ষোভ