সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
প্রতিবছরের মতো এইবারও এ-ই চলতি মাসের ১তারিখ থেকে শুরু হলো উদ্যোক্তাদের নিয়ে বিসিক উদ্যোক্তা মেলা। এই মেলা চলবে আরও ৫দিন। ক্ষুদ্র এবং কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং জেলা প্রশাসনের উদ্দ্যেগে ক্ষুদ্র শিল্প মেলাটি শুরু হয়।উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এমপি-একে আজাদ। ৩৫টি স্থল নিয়ে নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন মেলার উদ্দ্যেক্তারা।গড়ে উঠেছে একটি বৈচিত্র্যময় পরিবেশ। মেলার এ-ই মনোরম বৈচিত্র্যময় পরিবেশ কেড়েছে মন।সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মেলার স্টলের জামা -কাপড়, কুলো প্রভৃতি জিনিস ।