সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব মেঘনা রেলওয়ে সেতু পার হওয়ার সময় চলন্ত ট্রেন থেকে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাস্থ দেবগ্রাম গ্রামের মেরাজ মিয়ার পুত্র তানভীর(১৭) তানভীরের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টায় তানভীরের মালয়েশিয়ায় যাওয়ার ফ্লাইট ছিলো। অনিবার্য কারণে তার উক্ত ফ্লাইট বাতিল হলে আগামী ৭ই জুন পুনরায় ফ্লাইটের তারিখ জানিয়ে দেওয়া হয়। তাই ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে চট্টগ্রামমুখি উপকূল এক্সপ্রেস দিয়ে বাবার সঙ্গে বাড়ি ফিরছিলেন। এসময় ট্রেনের ভেতরে প্রচন্ড ভীড় ও তীব্র গরম থাকায় বাতাস লাগার জন্য দরজায় বসেছিলেন তানভীর। ট্রেনটি মেঘনা রেলসেতু অতিক্রম করার সময় ট্রেন থেকে ছিটকে নদীতে পড়ে যান তিনি। কিছুক্ষণ পর বাবা জানতে পারেন তার ছেলে নদীতে পড়ে গিয়েছেন। এ বিষয়ে নিখোঁজের এক আত্মীয় আব্দুল কাইয়ুম জানান, পরিবারে ছোট ছেলে তানভীর। বাবা মেরাজ মিয়া পেশায় একজন মুদি ব্যবসায়ী। তার পরিবারে তানভীরের বড় একজন বোন রয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করেছে তানভীর। লেখা পড়ায় মনোযোগী না হওয়ায় বাবার সঙ্গে মুদি দোকান চালাতো। স্বপ্ন ছিল প্রবাসে যাবে। তাই আজ তার মালয়েশিয়ার ফ্লাইট ছিল। কিন্তু আজ যেতে পারেনি। তাই আমরা একই গাড়িতে করে বাড়িতে ফিরে যাচ্ছিলাম। গাড়িতে অনেক গরম ছিল। সে ছিট ছেড়ে বাতাস পেতে ট্রেনের দরজার পাশে বসেছিল। অনেক ভিড় ছিল গাড়িটিতে। হঠাৎ একজন যাত্রী বললো তানভীর অসাবধানতায় হঠাৎ মেঘনা নদীতে পড়ে যায়।পড়ার সময় ব্রীজের রড এর সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়েছে। এ বিষয়ে নৌ-থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান,খবর পেয়ে আমরা ছুটে এসেছি।মেঘনা নদীতে অনেক স্রোত। মরদেহ খোঁজাখোজির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরীদল।