জনপ্রিয়

‘প্রতিষ্ঠা ১ম বছরে প্রাপ্তি ও প্রত্যাশা’

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

রনি হোসেন

হাটি হাটি পা করে প্রতিষ্ঠার ১ম বছরে পা দিলো দেশের অন্যতম অনলাইন পোর্টাল দৈনিক জাগ্রত মাতৃভূমি। দেশের মানুষের কাছে সচ্ছ ও সত্য খবর পৌঁছে দিতেই আমরা বদ্ধপরিকর। স্মার্ট সাংবাদিকতার বিকাশ ও যুগের সাথে তাল মিল এগিয়ে যেতে নিজেকে একজন যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোমার জন্য দৈনিক জাগ্রত মাতৃভূমি ভুমিকা পালন করে যাচ্ছে। আজ ১লা নভেম্বর শুক্রবার প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সাংবাদিক, লেখক ও সেচ্ছাসেবী সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকার সাভারে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, জনাব আবুল খায়র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শের আলী সহ দৈনিক জাগ্রত মাতৃভূমির সম্পাদক ও দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিগণ। এসময় প্রধান অতিথি বলেন সত্য ও সচ্ছ তথ্য তুলে ধরলে আমরাই হবো দেশ সেরা নিউজ পোর্টাল। অনুষ্ঠানে কেক কাটা, টিশার্ট, আইডি কার্ড বিতরণ করা হয়।

  • 'প্রতিষ্ঠা ১ম বছরে প্রাপ্তি ও প্রত্যাশা'