জনপ্রিয়

পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু-২

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ

ছাগলনাইয়ার ইউনিয়ন শুভপুরের বল্লব পুর এলাকার রাস্তার মাথায় আজ শুক্রবার (২৯শে মার্চ) সোয়া এগারোটার দিকে সড়ক দুর্ঘটনায় প্রান হারান ১জন। ৫৫ বছর বয়সী নাম নুর ইসলাম। ঘটনাস্থলে জানা গেছে যে, দুটি সিএনজি সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটেছে। অন্যদিকে মায়ের বাসায় গিয়ে আর ইফতার করা হলোনা শারমিনের। ফেনীর শহরতলী কালি পাল রাস্তার মাথা থেকে মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছেন। ৩০ বছরী নারী। সে একজন বিবাহিত। ট্রাফিক পুলিশ জানান অসতর্কভাবে মোটরসাইকেল চালানোর ফলে এ-ই দূর্ঘটনাটি ঘটেছে এবং তৎক্ষনাৎ মৃত্যু বরণ করেন ঘটনা স্থলে।

  • পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু-২