পুরুষের এক ফোঁটা বীর্য তৈরিতে যে সময় লাগে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 hours ago

হেলথ ডেস্ক.

চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পুরুষের শরীরে এক ফোঁটা বীর্য তৈরির পেছনে রয়েছে দীর্ঘ প্রক্রিয়া। বীর্য মূলত দুটি উপাদানে গঠিত—শুক্রাণু এবং বীর্যের তরল।

শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় ‘স্পার্মাটোজেনেসিস’। বিশেষজ্ঞরা জানান, একটি নতুন শুক্রাণু তৈরি হয়ে সম্পূর্ণ পরিপক্ব হতে গড়ে ৬৪ থেকে ৭৪ দিন সময় লাগে। অর্থাৎ টেস্টিসে শুক্রাণুর উৎপাদন শুরু থেকে তা সন্তান জন্মদানে সক্ষম হওয়ার পর্যায়ে পৌঁছাতে প্রায় দুই থেকে আড়াই মাস সময় লেগে যায়।

অন্যদিকে, বীর্যের তরল অংশ প্রোস্টেট গ্রন্থি ও সেমিনাল ভেসিকল থেকে তৈরি হয় এবং তা উৎপাদনে সময় লাগে মাত্র কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন।

চিকিৎসকরা বলেন, কেউ যদি নিয়মিত বীর্যপাত করেন, তাহলে শরীর আগে থেকে তৈরি হয়ে থাকা শুক্রাণুর মজুদ ব্যবহার করে। নতুন শুক্রাণু তৈরি হয়ে স্টোরেজ পূর্ণ হতে আবারও ওই আড়াই মাসের সময় লাগে।

বিশেষজ্ঞদের মতে, এ প্রক্রিয়াটি জানা থাকলে পুরুষের প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পেতে পারে।

  • পুরুষের এক ফোঁটা বীর্য তৈরিতে কত সময় লাগে
  • পুরুষের এক ফোঁটা বীর্য তৈরিতে লাগে প্রায় আড়াই মাস