জনপ্রিয়

পীরগঞ্জ রেলস্টেশন বাজারের কাঁচামালের দরদাম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 5 months ago

বিজয় চন্দ্র রায় পীরগঞ্জ প্রতিনিধি 

শীতের কারনে বেঁচা-কেনার কিছু টা প্রভাব পরেছে বলে জানান ব্যাবসায়িরা। বর্তমানে কাঁচামালের দাম বেরেই চলেছে। দাম বৃদ্ধির কারনে যোগান দিতে পারছে না খেটে খাওয়া মানুষেরা।এবং সাধারণ পাবলিক জানায় যে, পরিবারের চাহিদা মেটাতে পাচ্ছে না,অতিরিক্ত দাম বাড়ার কারণে। হিমশিম খেয়ে যাচ্ছে সাধারণ মানুষ। প্রতি কেজি নতুন আলু ৮০টাকা,

 ফুলকপি ৩৫ টাকা, বেগুন ৩০টাকা,কাচা মরিচ ৮০ টাকা, পেয়াজ ৮০টাকা,সিম ৬০ টাকা, মুলা ১৫টাকা, টমেটো ৮০টাকা কেজি দরে বিক্রি করতেছে ব্যাসায়িরা। কাঁচামালের দাম কমানোর দাবি ক্রেতাদের।