মোঃ মেছবাহ উদ্দিন (জেলা প্রতিনিধি পিরোজপুর): পিরোজপুরে চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মামলা হওয়ার ০৬ ঘন্টার মধ্যে র্যাব- ৮ সিপিএসসি, বরিশাল কর্তৃক গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামী তায়েব (১৯), পিতা- কবির, সাং-কদমতলা, থানা-সদর,জেলা-পিরোজপুর সহ অন্যান্য আসামীরা গত ২৩/০৪/২৪ ইং তারিখে আনুমানিক ১১:০০ ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে বেআইনি জনজাতবদ্ধে জিআই পাইপ, লাঠি সোটা, চাকু ও হাতুরীসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে নিয়া ভিকটিমের পথ রোধ করে প্রকাশ্য দিবলোকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্বক জখম করে । পরবর্তীতে, স্থানীয় জনগন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে একই তারিখে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উল্লেখিত ঘটনায় ভিকটিমের বোন মায়া আক্তার (২৩) বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে পিরোজপুর জেলার সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।