জনপ্রিয়

পিএসএলের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের আতহার!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 week ago

আকাশ দাশ সৈকত

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাভাষ্য প্যানেলে যুক্ত হলেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খান।

খেলোয়াড়ী জীবনে বাংলাদেশ দলের হয়ে ক্যারিয়ারটা সমৃদ্ধ করতে পারেননি। তবে ধারাভাষ্য দিয়ে ঠিকই মানুষের মন জয় করেছেন আতহার আলি। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জনপ্রিয় মুখ ভয়েস অব বাংলা খ্যাত এই ধারাভাষ্যকার। আইসিসি ইভেন্টেও নিয়মিত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন সাবেক এই ক্রিকেটার। এবার ডাক পেলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

রোববার প্রকাশিত হয়েছে পিএসএলের এবারের তারকাখচিত ধারাভাষ্যকার প্যানেল। সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন আতাহার। তাছাড়া আসন্ন পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আছে বেশ কিছু চমকে দেওয়া নাম। ইংলিশ সাবেক ক্যাপ্টেন স্যার অ্যালিস্টার কুকের সাথে এবারের পিএসএলে ধারাভাষ্যকার হিসেবে আরও দেখা যাবে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, দক্ষিণ আফ্রিকা জেপি ডুমিনি, মাইক হেইসম্যান এবং অস্ট্রেলিয়ার ডমিনিক কর্ক, মার্ক বুচাররা।
পাকিস্তানিদের দেখা যাবে চার সাবেক টেস্ট অধিনায়ক আমির সোহেল, রমিজ রাজা, ওয়াকার ইউনুস এবং ওয়াসিম আকরামকে সহ আরও কয়েকজনকে।

উল্লেখ্য আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর অন্যতম পাকিস্তান সুপার লিগ (পিএসএল) । আর টুর্নামেন্টের পর্দা নামবে ১৮ মে।