জনপ্রিয়

পাইকগাছায় চলমান তাবদাহে পানি ও শরবত বিতরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

কাজি রায়হান তানভীর সৌরভ, খুলনা জেলা প্রতিনিধিঃ পাইকগাছায় একের পর ব্যতিক্রমী জনসেবা মূলক কাজ করে চলেছেন চেয়ারম্যান তুহিন। তাহারই অংশ হিসেবে চলমান প্রচন্ড তাপপ্রবাহে হিট স্ট্রোক প্রতিরোধে খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগুজী প্রতিবন্ধী ট্রাষ্টের পক্ষ থেকে ভ্যান চালক, শ্রমিক ও পথচারীদের মাঝে সুপেয় পানি ও শরবত বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পাইকগাছার ইউনিয়ন ও পৌর সদরের বিভিন্ন পয়েন্টে লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগুজী প্রতিবন্ধী ট্রাষ্টের প্রতিষ্ঠাতা লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন উক্ত পানি ও শরবত বিতরন করেন। বিতরণ কালে উপস্হিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সালামুন হোসেন, দিনার সানা, রাজু আহম্মেদ, শাহিন সরদার ও শেখ রিয়াজ হায়দার, মোঃ আওছাফুর রহমান প্রমুখ। এ বিষয়ে লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, চলমান প্রচন্ড তাপদাহ যতদিন থাকবে ততদিন আমার এ কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

  • পাইকগাছায় চলমান তাবদাহে পানি ও শরবত বিতরণ