জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ মোতালেব হোসেন সরকার সঙ্গীয় ফোর্সসহ ১২ মার্চ ২০২৫ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পাঁচবিবি থানার মামলা নং-১, তারিখ ০১/১০/২২, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাব্বির হোসেন (পিতা- মোঃ বেলাল হোসেন, গ্রাম- ভুইডোবা, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি মোঃ মইনুল ইসলাম।
পুলিশের এই সফল অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।