আন্তর্জাতিক ডেস্ক.
রুশ তরুণ তরুণীদের নিয়ে হতাশ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি মস্কোতে এক অনুষ্ঠানে রুশ তরুণ-তরুণীদের পর্নোগ্রাফিতে আসক্তি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। এ নেশা ছাড়াতে নির্দেশনাও দেন তিনি। স্থানীয় সংবাদ সংস্থা রাশিয়া টুডের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।
ওই অনুষ্ঠানে পুতিন বলেন-এটা শুধুমাত্র আমাদের ব্যাপার নয়, পর্নোগ্রাফির বিষ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অন্যান্য দেশেও এই সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। তবে রুশ যুবকদের এই আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। তাদের সামনে যে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি রয়েছে। পর্নোগ্রাফির জন্য সেটা আমরা নষ্ট হতে দিতে পারি না।
পর্নোগ্রাফি দেশটির ভিত নাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন, পুতিন। পাশাপাশি পর্নোগ্রাফির বিকল্প কেমন হবে তারও একটি রূপরেখা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পর্নোগ্রাফির নেশা ছাড়াতে বিকল্পের কথা বলেন তিনি। নীল ছবি নিষিদ্ধ করার থেকে আরো আকর্ষণীয় কিছু দিয়ে যুবসমাজের মন বদলাতে চাইছেন তিনি। তার ওই মন্তব্যের পর রাশিয়ায় পর্নোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। তবে সরকারিভাবে এই নিয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কোন বিবৃতি দেয়া হয়নি।
এর আগে কর্মক্ষেত্রে সঙ্গমের কথা বলায় পুতিনের সমালোচনা কম হয়নি। কিন্তু তারপরও নিজের অবস্থান বদলাননি তিনি। বর্তমানে রুশ নারীদের জনপ্রতি সন্তান ধারণের ক্ষমতা ১.৫ এ নেমে এসেছে। জনসংখ্যা স্থিতিশীল রাখতে এটি ২.১ হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তরুণীদের মধ্যে মা হওয়ার প্রবণতা কমার নেপথ্যে পর্নোগ্রাফির আসক্তিকে দায়ী করছেন তারা।
সমীক্ষক সংস্থা স্ট্যাটিস্টার সমীক্ষা অনুযায়ী বর্তমানে পর্ন সাইটগুলোর দর্শক সংখ্যা শত কোটি ছাড়িয়ে গিয়েছে। চলতি বছরের মে মাস পর্যন্ত প্রতিমাসে পর্ন হাব সাইটে চোখ রেখেছেন ৫৪৯ কোটি মানুষ। আর এক্স ভিডিওর দর্শক সংখ্যা ছিল ৪০২ কোটি। ইন্টারনেট সার্চিং এর ক্ষেত্রেও প্রাপ্তবয়স্কদের ভিডিও সর্বাধিক খোঁজার তালিকায় রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।