পরীক্ষার্থীদের স্বার্থে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালকদের অবরোধ প্রত্যাহার, কর্মবিরতি বহাল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 11 hours ago

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের ডাকা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এইচএসসি ও অনার্স পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় অবরোধ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্বঘোষিত কর্মবিরতি চলবে অনির্দিষ্টকালের জন্য।

এর আগে সোমবার সন্ধ্যায় ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

তবে তার আগেই, রোববার সকাল থেকে জেলার সব স্ট্যান্ডে শুরু হয় সিএনজি চালকদের কর্মবিরতি। ফলে গত দুই দিন জেলার বিভিন্ন গন্তব্যে কোনো অটোরিকশা ছেড়ে যায়নি।

সোমবার সকালে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে। দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা।

তবে তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা।
তাদের দাবিগুলো হলো—
১. ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ,
২. অতিরিক্ত টাকা আদায় বন্ধ,
৩. লাইসেন্স ও রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করা।

সাধারণ যাত্রী ও পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে দ্রুত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

  • পরীক্ষার্থীদের স্বার্থে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালকদের অবরোধ প্রত্যাহার