জনপ্রিয়

পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এর উদ্যোগে “আমার ক্যাম্পাস” অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

শিমুল হোসাইনঃ পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এর আয়োজনে স্কুল ভিত্তিক অনুষ্ঠান, “আমার ক্যাম্পাস ” অনুষ্ঠানটি আজ সকাল ৯ টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরুল হক মর্ডাণ উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করনে পরির্বতন পাঠাগার ও সাহিত্য পরষিদ এর প্রতিষ্ঠাতা নাবিল আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রবিউল ইসলাম রোকন প্রধান শিক্ষক, নুরুল হক মর্ডাণ উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাম্মৎ মনিরা খাতুন, সহকারী প্রধান শিক্ষক, নুরুল হক মর্ডাণ উচ্চ বিদ্যালয় এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি গাইবান্ধা জেলা ইউনিটের লাইব্রেরিয়ান, মিজানুর রহমান সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পাঠাগার সদস্যবৃন্দ। এ সময় বই পাড়ায় উদ্বুদ্ধকরণ, শিল্প,সংস্কৃতি চর্চা ও পড়াশোনায় আত্মনিবেশ করার লক্ষ্যে প্রজক্টের এর মাধ্যমে ডকুমন্টোরি প্রর্দশন করা হয়। পরে ডকুমন্টোরি উপর তাৎক্ষণিক প্রশ্ন উত্তর পর্বে যারা উত্তর দিতে সক্ষম হয় ও কুইজে অংশগ্রহণ,আবৃত্তি, গান, বক্তব্য ও উপস্থাপনা করে আয়োজনকে সফল করতে সহযোগীতা করে তাদরে আয়োজন এর শেষ অংশে মহামূল্যবান বই প্রদান করা হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিতি ছিল।

  • পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এর উদ্যোগে "আমার ক্যাম্পাস" অনুষ্ঠান অনুষ্ঠিত