সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
আজ সকাল বেলা ১১টা থেকে পরিদর্শনে বের হন চট্টগ্রাম সিটির কমিশনার গিয়াসউদ্দিন। তিনি গোলপাহাড় মোড় এলাকার বায়েজিদ থানার অধীনের কমিশনারের দায়িত্ব পালন করছেন। গিয়াসউদ্দিন এবং তার সদস্যদের নিয়ে বেটারিগলি থেকে শুরু করে মধুবন গলির রাস্তা পর্যন্ত রাস্তা এবং নালার সংস্কার কাজ পরিদর্শন করেন। এরপর তিনি পরিদর্শন করেন পূর্ব নাসিরাবাদের গলির রাস্তার ঢালাই, নালার কাজ এবং মসজিদের তৃতীয় তলার কাজ পরিদর্শন করেন। এরপর তিনি বলেন যে, খুব দ্রুতই আমাদের এ-ই কাজটি শেষ হবে। আর যত দ্রুত কাজটি সম্পন্ন হবে তত তাড়াতাড়ি সফলতা পাব।এতে আমরা এবং জনগণ পাবে সুষ্ঠু নিরাপদ পরিবেশের সড়ক পথ।