সংবাদ দাতা -ফাহমিদা ফিরোজ
অবৈধভাবে প্রবেশ করার পরে ফেরার পথেই বিএসএফ সদস্য আটক করেছেন তিন জন বাংলা দেশীকে। ফেনী জেলার অন্যতম পরশুরামের শেষ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী -৪ ব্যাটালিয়ানের অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা আটক করেন বাংলাদেশী নাগরিককে।
তিনি জানান বৃহস্পতিবার রাতে ভারতের দক্ষিণ ত্রিপুরা রাজ্যের রাজনগর পিআর বাড়ির থানাধীন সমরেন্দ্র নগর সীমান্ত বর্তী এলাকায় তাদের দেখা যায়। আর সেই টার্গেট ধরে ফলো করা হয় তাদের। এবং আজ ৩১শে মার্চ রবিবার তাদের ফেরার পথে আটক করেন।
তাদের মধ্যে দুজন হলো দাগন ভুঞার।নাম-২৭ বছরের বয়সী মো.ফয়সাল শেখ। ৩০ বছরের বয়সী মোহাম্মদ আলাউদ্দিন। আর অন্যজন হলেন নোয়াখালী উপজেলার সেনবাগ এলাকার। নাম -আব্দুর রহমান।