জনপ্রিয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘর মুখী যাত্রীর ভীড়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ, স্টাফ রিপোর্টার: গতকাল০৮.০৪.২৪ ইং রোজ সোমবার দুপুর ১২. টার পর থেকে ঘরমুখো কি যাত্রীর ভিড়। ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া স্কয়ার মাস্টার বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের উচ্চে পারা বীর ও সারি সারি দল বাধানো গাড়ি। বাস টাক নানা প্রকার গাড়ি সহ বিভিন্ন প্রয়োজন এর গাড়িতেও ছিল উচ্চে পড়া যাত্রীদের ভিড় এবং যাত্রীরা নানাবিধভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেউবা দাড়িয়ে ট্রাকে করে কেউবা সি.এন. সি তে। কেউবা মাহেন্দ্রো তে ইত্যাদি ইত্যাদি প্রয়োজনীয় হাজারো ভিড়ের মাঝখানে ফ্যামিলি সাথে ঈদ কাটানোর উপলক্ষে আজকের এই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। বাবা মা ভাই বোন আত্মীয়-স্বজন সাথে। পবিত্র ঈদুল ফিতরকে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার উচ্ছাসে।

  • পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘর মুখী যাত্রীর ভীড়