পঞ্চগড় প্রতিনিধি
জেলা প্রশাসন পঞ্চগড় ও ওয়েলফেয়ার সেন্টার ঠাকুরগাঁও এর আয়োজনে “বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬-জুন) ২০২৪ খ্রিঃ ইং তারিখে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সৌরেন্দ্র নাথ সাহা, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) রেইজ প্রকল্প, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদ্য পুলিশ সুপার পদে কমিশন প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এস এম সফিকুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, নব নির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ প্রধান শুভ, সমাজসেবা অফিসার, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন দেশ হতে ফিরে আসা অভিবাসী কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সঞ্চালনা করেন মোঃ মোরশেদুল আলম, কাউন্সিলর ওয়েলফেয়ার সেন্টার ঠাকুরগাঁও, স্বাগত বক্তব্য রাখেন মোঃ আতাউর রহমান সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ওয়েলফেয়ার সেন্টার ঠাকুরগাঁও। এ সময় প্রত্যাগত অভিবাসীরা নিজেদের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন। স্বাগত বক্তব্যে সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) ওয়েলফেয়ার সেন্টার ঠাকুরগাঁও মোঃ আতাউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড কর্তৃক বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনরায় একত্রি করনে রেইজ প্রকল্পের মাধ্যমে আমরা কাজ করছি। বিদেশ ফেরত অভিবাসীদের জীবনমান উন্নয়নে এই প্রকল্পের মাধ্যমে নানারকম কার্যক্রম আমরা বাস্তবায়ন করছি। তারা দেশে ফিরে যেন সামাজিক মর্যাদা ও নিজের ভবিষ্যৎ গঠনে কাজ করতে পারে। পরবর্তীতে তারা যদি পুনরায় বিদেশ যেতে আগ্রহী হয় সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সহযোগিতা ওয়েলফেয়ারের মাধ্যমে পাবেন। উপস্থিত সকলেই রেইজ প্রকল্পের সকল প্রকার কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে শোনেন এবং এই প্রকল্পের ব্যাপক প্রশংসা করেন।