স্টাফ রিপোর্টার-মোঃ শেখ ফরিদ
পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। (২৯ সেপ্টেম্বর) রবিবার পঞ্চগড় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সহযোগীতায় ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়ন সহযোগী ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল কাদের, উপ-পরিচালক স্থানীয় সরকার, পঞ্চগড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাবেত আলী, জেলা প্রশাসক, পঞ্চগড়। সমন্বয় সভা সঞ্চালনা করেন মোছাঃ রুবি আক্তার, গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার, ঠাকুরগাঁও ও পঞ্চগড়। উক্ত সভায় অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার লিমেন্ট রায়, এছাড়াও অংশগ্রহণ করেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, পুলিশ সুপার প্রতিনিধি, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা তথ্য অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ও উপজেলা সমন্বয়কারী বৃন্দ। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবেত আলী বলেন, গ্রাম আদালতে স্বল্প খরচে, উত্তম প্রতিকার দেওয়ার সুযোগ রয়েছে। গ্রাম আদালতের সুবিধা সমূহ স্কুল , কলেজ, মসজিদ, মন্দির, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে এবং মিডিয়ার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচার করে সাধারণের পৌঁছে দেওয়া। গ্রাম আদালত আইন ও বিধিমালা উপস্থাপন করেন জনাব আজিজ সারতাজ জায়েদ, সহকারী কমিশনার, স্থানীয় সরকার শাখা, পঞ্চগড়। সভায় মসজিদের ইমাম, সাংবাদিকবৃন্দ , সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন এনজিওসহ সকলে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচারণা করার মত প্রকাশ করেছেন। সবশেষে উপ-পরিচালক, স্থানীয় সরকার, পঞ্চগড়ে উপস্থিত সকলকে সভায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভা সমাপ্ত ঘোষণা করেন।