জনপ্রিয়

নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চেতনা নাশক ওষুধ জব্দ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 47 minutes ago

কক্সবাজার সীমান্ত উপজেলা

টেকনাফ গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফে চেতনা নাশক ওষুধের চালান জব্দে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বুধবার গভীর রাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে পাচারের উদ্দেশ্যে কেউড়া বনে গোপনে মজুদ রাখা বিপুল পরিমাণ চেতনা নাশক ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত সকল ওষুধ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। চোরাচালান ও মাদক নির্মূলে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে নির্ভরযোগ্য ও কার্যকর ভূমিকা পালন করে যাছে।