জনপ্রিয়

নেপালের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অফ নেপাল (মাওয়িষ্ট) এর সাথে বাসদ এর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ (স্টাফ রিপোর্টার): ১৫ মে ২০২৪ সকাল ৮.৩০ মি. এ নেপালের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অফ নেপাল (মাওয়িষ্ট সেন্টার) এর চেয়ারম্যান কমরেড পুষ্প কমল দাহল প্রচন্ড এর সাথে তার বাসভবন কাম অফিসে এক সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। সাক্ষাতকালে উভয় পার্টির মধ্যে পারষ্পরিক সহযোগিতা, লেনিন মৃত্যু শতবর্ষে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠান এবং দক্ষিন এশিয়ার বামপন্থি দলসমূহের মধ্যে পারষ্পরিক সহযোগিতা অভিজ্ঞতা বিনিময় বাম আন্দোলনে মতাদর্শিক বিষয় নিয়ে আলোচনার জন্য উদ্যোগ নিতে কমরেড প্রচন্ডের প্রতি আহ্বান জানানো হয়। তিনি এসব বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

  • নেপালের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অফ নেপাল (মাওয়িষ্ট) এর সাথে সৌজন্য সাক্ষাৎ